দুর্ঘটনার কবলে আমুল দুধের ট্রাক, ট্রাকের ডালা খুলতেই বেরোল গরু
পুরুলিয়া বাঁকুড়া সীমান্তে বিশপুরিয়ার কাছে আমুল দুধের ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায়, ট্রাকের ডালা খুলতেই দেখা যায় ভেতরে বেঁধে রাখা রয়েছে অনেকগুলি গরু
পুরুলিয়া বাঁকুড়া সীমান্তে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায় আমুল দুধের ট্রাক | ট্রাকের ডালা খুলতেই চক্ষু চরক গাছ | দেখা যায় ভেতরে বেঁধে রাখা রয়েছে অনেকগুলি গরু | দুর্ঘটনার জেরে কয়েকটি গরু মারাও যায় | পশু আইন মামলা দায়ের করে চালক খালাসি এবং গাড়ির মালিককে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে হুড়া থানার পুলিশ | এই ঘটনায় গরু পাচারের অভিযোগ এনেছে জেলা বিজেপি