পটের দেবী বড়ঠাকুরানী স্নানের মধ্যে দিয়েই শুরু হয় পুজো, হাজার বছরেরও বেশি সময় ধরে চলে আসছে মল্লরাজাদের এই পুজো

১০০০ বছরের ঐতিহ্য বিষ্ণুপুরের মল্লরাজাদের পুজো। কৃষ্ণানবমী তিথিতে শুরু হয়েছে সেখানে মৃন্ময়ীর পুজো। মুর্ছা পাহাড় থেকে কামান দেগে সূচনা হয় এই পুজোর। পুজোর ইতিহাস বলছে প্রায় ১০২৪ বছর আগে শুরু হয় পুজো। জানা যায় দেবী মৃন্ময়ী মল্লরাজাদের কুলদেবী। মল্লরাজা জগত মল্ল জয়পুর থেকে বিষ্ণুপুরে শিকারে এসেছিলেন। শিকারে এসে দেবী মৃন্ময়ীর স্বপ্নাদেশ পেয়ে দুর্গাপুজো শুরু করেন। আজও চলে আসছে মল্লরাজাদের সেই পুজো। প্রাচীন ইতিহাস বহন করে চলে আসছে এই পুজো। পটের দেবী বড়ঠাকুরানীকে স্নান করিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হয়। কৃষ্ণনবমী তিথিতে বড়ঠাকুরানীকে স্নানের মধ্যে দিয়েই শুরু হয় পুজো।
 

/ Updated: Oct 06 2021, 11:53 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

১০০০ বছরের ঐতিহ্য বিষ্ণুপুরের মল্লরাজাদের পুজো। কৃষ্ণানবমী তিথিতে শুরু হয়েছে সেখানে মৃন্ময়ীর পুজো। মুর্ছা পাহাড় থেকে কামান দেগে সূচনা হয় এই পুজোর। পুজোর ইতিহাস বলছে প্রায় ১০২৪ বছর আগে শুরু হয় পুজো। জানা যায় দেবী মৃন্ময়ী মল্লরাজাদের কুলদেবী। মল্লরাজা জগত মল্ল জয়পুর থেকে বিষ্ণুপুরে শিকারে এসেছিলেন। শিকারে এসে দেবী মৃন্ময়ীর স্বপ্নাদেশ পেয়ে দুর্গাপুজো শুরু করেন। আজও চলে আসছে মল্লরাজাদের সেই পুজো। প্রাচীন ইতিহাস বহন করে চলে আসছে এই পুজো। পটের দেবী বড়ঠাকুরানীকে স্নান করিয়ে মন্দিরে নিয়ে যাওয়া হয়। কৃষ্ণনবমী তিথিতে বড়ঠাকুরানীকে স্নানের মধ্যে দিয়েই শুরু হয় পুজো।