ওপার বাংলার কামানের শব্দে শুরু হত উদগ্রামের দুর্গা পুজো, পাঁচশো বছরেরও বেশি সময় ধরে চলে আসছে এই পুজো

বাংলাদেশের রাজবাড়ির কামানের শব্দে শুরু হত উদগ্রামের পুজো। ভারত-বাংলাদেশ (Indo-Bangladesh) সীমান্তবর্তী এই গ্রাম। পাঁচশো বছরেরও বেশি সময় ধরে এই পুজো হয়ে আসছে। বাইরে থেকেও সেখানে পুজো দেখতে মানুষ ভিড় জমায়। আগে দিনাজপুরের রাজবাড়ির কামানের শব্দে শুরু হয় পুজো। দেশ ভাগের পর বন্ধে হয়ে যায় সেই নিয়ম। এখনও তবে নির্ধারিত সময়েই পুজো শুরু হয় সেখানে। গ্রামের মানুষ মায়ের আশির্বাদ নিয়েই সমস্ত শুভ কাজ করেন।

/ Updated: Oct 06 2021, 11:43 AM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বাংলাদেশের রাজবাড়ির কামানের শব্দে শুরু হত উদগ্রামের পুজো। ভারত-বাংলাদেশ (Indo-Bangladesh) সীমান্তবর্তী এই গ্রাম। পাঁচশো বছরেরও বেশি সময় ধরে এই পুজো হয়ে আসছে। বাইরে থেকেও সেখানে পুজো দেখতে মানুষ ভিড় জমায়। আগে দিনাজপুরের রাজবাড়ির কামানের শব্দে শুরু হয় পুজো। দেশ ভাগের পর বন্ধে হয়ে যায় সেই নিয়ম। এখনও তবে নির্ধারিত সময়েই পুজো শুরু হয় সেখানে। গ্রামের মানুষ মায়ের আশির্বাদ নিয়েই সমস্ত শুভ কাজ করেন।