নদীয়ার কল্যাণীর মশলা কারখানায় ইবির হানা, অভিযোগ চালের গুঁড়োর সাথে রং মিশিয়ে হলুদ তৈরির

এনফোর্সমেন্ট ব্রাঞ্চ হানা দিল নদীয়ার কল্যাণীর সগুনা উত্তর পাড়া এলাকার একটি ভোজ্য মশলা তৈরির কারখানায়, চালের গুঁড়ো সাথে রং মিশিয়ে ভেজাল হলুদ তৈরি হতো বলে ইবি সূত্রে খবর   

/ Updated: Sep 20 2022, 12:48 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নদীয়ার কল্যাণীর সগুনা উত্তর পাড়া এলাকার একটি মশলা কারখানায় ইবির হানা | গোপন সূত্রে খবর পেয়ে রানাঘাট থানার পুলিশ ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ওই কারখানায় হানা দেয় | চালের গুঁড়ো সাথে রং মিশিয়ে ভেজাল হলুদ তৈরি হতো বলে ইবি সূত্রে খবর | হলুদের পাশাপাশি  অন্যান্য মশলা প্যাকেটজাত করা হতো | একাধিক মশলা সহ নমুনা সংগ্রহ করে ইবি | বাজেয়াপ্ত করা হয়েছে কারখানায় মজুত মালপত্র | যদিও কারখানার মালিকের দাবি পুলিশ যাচাই করে দেখুক ভেজাল নাকি আসল