ED Raid in Sodepur : সাত সকালেই সোদপুরে রাজেন্দ্রপল্লীতে ED-র তল্লাশি অভিযান
সাত সকালেই তৎপর ED সোদপুরের রাজেন্দ্রপল্লীতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। উত্তর ২৪ পরগনার পানিহাটির রাজেন্দ্রপল্লীতে সুব্রত মালাকারের বাড়িতে ED-র তল্লাশি। পেশায় তিনি চাটার্ড অ্যাকাউন্টেন্ট। মালাকারের বাড়িতে পৌঁছন ED-র দুই সদস্যের প্রতিনিধি এবং দু’জন স্টেট ব্যাঙ্কের আধিকারিক। টানা কয়েক ঘণ্টা জেরা করা হয় সুব্রত মালাকার ও তাঁর পরিবারকে। খতিয়ে দেখা হয় বিভিন্ন ফাইল, ডকুমেন্টস ও দলিল। ঘরের বিভিন্ন জায়গায় চালোনো হয় তল্লাশি। এলাকায় গোয়েন্দা আধিকারিকরা পৌঁছতেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছেন।
সাত সকালেই তৎপর ED সোদপুরের রাজেন্দ্রপল্লীতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। উত্তর ২৪ পরগনার পানিহাটির রাজেন্দ্রপল্লীতে সুব্রত মালাকারের বাড়িতে ED-র তল্লাশি। পেশায় তিনি চাটার্ড অ্যাকাউন্টেন্ট। মালাকারের বাড়িতে পৌঁছন ED-র দুই সদস্যের প্রতিনিধি এবং দু’জন স্টেট ব্যাঙ্কের আধিকারিক। টানা কয়েক ঘণ্টা জেরা করা হয় সুব্রত মালাকার ও তাঁর পরিবারকে। খতিয়ে দেখা হয় বিভিন্ন ফাইল, ডকুমেন্টস ও দলিল। ঘরের বিভিন্ন জায়গায় চালোনো হয় তল্লাশি। এলাকায় গোয়েন্দা আধিকারিকরা পৌঁছতেই স্থানীয় বাসিন্দারা ভিড় জমিয়েছেন।