রাত পোহালেই উপনির্বাচন, কড়া নিরাপত্তার মাঝে চলছে নাকা চেকিং

রাত পোহালে নদিয়ার করিমপুর বিধানসভার উপনির্বাচন। তার আগে রবিবার করিমপুর কলেজে তৈরি ডিসি ও আরসি থেকে ভোট কর্মীরা বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রর উদ্যেশে রওনা দিচ্ছেন।এবার এই উপ নির্বাচনে মোট ২,৪০,৭৬৯  জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে।

/ Updated: Nov 24 2019, 04:29 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

রাত পোহালে নদিয়ার করিমপুর বিধানসভার উপনির্বাচন। তার আগে রবিবার করিমপুর কলেজে তৈরি ডিসি ও আরসি থেকে ভোট কর্মীরা বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রর উদ্যেশে রওনা দিচ্ছেন।এবার এই উপ নির্বাচনে মোট ২,৪০,৭৬৯  জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবে। যার মধ্যে ১২৪১২৪ জন পুরুষ ও ১১৬৬৪৪ জন মহিলা ভোটার রয়েছে। তৃতীয় লিঙ্গের ভোটার সংখ্যা ৪ জন। ভোট যাতে শান্তিপূর্ণ হয়,তার জন্য ১০ কোম্পানি সামরিক বাহিনী মোতায়ন করা হয়েছে। শনিবার প্রচার শেষের পর থেকেই বিভিন্ন জায়গায় টহল শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। চলছে নাকা চেকিং।