Elephant on railway track: রেললাইনে বুনো হাতি, চালকের তৎপরতায় বাঁচল হাতির প্রাণ
কখনও রেললাইনে চলছে বুনো হাতির চলাফেরা। কখনও আবার ময়ূর উড়ে যাচ্ছে। ট্রেন চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা। নাগরাকাটা-চালসার মাঝে ঘটে এই ঘটনা।
ডুয়ার্স মানেই জঙ্গলে ঘেরা চারপাশ। এমনই জঙ্গলের মাঝ দিয়ে চলে গিয়েছে রাস্তা, এমনকি রেললইনও। আর এই জঙ্গলে যে হাতির দেখা মিলবে সেটাই খুব স্বাভাবিক। হামেশাই সেখানে হাতির দেখা পাওয়া যায়। এমনকি আগে রেললাইন পারাপার করতে গিয়ে হাতির মৃত্যুর খবরও সামনে এসেছে। এবার তেমনই এক দুর্ঘটনা আটকালেন রেলের দুই চালক। ডুয়ার্সে কখনও রেললাইনে বুনো হাতি চলাফেরা করছে, কখনও আবার ময়ূর উড়ে যাচ্ছে। আলিপুরদুয়ার থেকে এনজেপিগামী ডাউন ট্যুরিস্ট স্পেশাল ট্রেনের চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে বাঁচলো হাতি ও ময়ূর। ডুয়ার্সের নাগরাকাটা ও চালসার মাঝে সোমবার পড়ন্ত সন্ধ্যায় এই ছবি ধরা পড়েছে। ট্রেনের চালক ওয়াই অমিত এবং কেবি মন্ডলের ক্যামেরায় উঠে এসেছে ছবি। জঙ্গলে ঘেরা পথ দিয়ে ট্রেনটি যাওয়ার সময় ট্রেনের গতি নিয়ন্ত্রণ করে দুর্ঘটনা আটকান দু'জনে।