বিঘের পর বিঘে ধান চোখের সামনে নষ্ট, শালবনীতে হাতির তাণ্ডব, দেখুন ভিডিও

  • পশ্চিম মেদিনীপুরের শালবনীর ঘটনা
  • বিঘের পর বিঘে ধান জমি নষ্ট করল হাতির পাল
/ Updated: Oct 18 2019, 02:38 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

প্রতি বছরের পুনরাবৃত্তি এ বারও। হাতির উপদ্রব থেকে নিস্তার পেলেন না পশ্চিম মেদিনীপুরের শালবনীর চাষিরা। ধান পাকার আগেই ক্ষেতে হানা দিল দলমা ও ময়ূর ঝর্না থেকে আসা হাতির পাল। এবার নির্দিষ্ট সময়ের আগেই হাজির হয়েছে হাতির দল। হাতির পালটি কয়েকদিন ধরে পশ্চিম মেদিনীপুরের চাঁদড়ার অন্তর্গত বিভিন্ন গ্রামে ঘোরাফেরা করছিল। সেখানে হামলা চালিয়ে গ্রামবাসীদের ক্ষতিগ্রস্ত করার পর বৃহস্পতিবার বিকেলে হাতির দলটি শালবনী থানার অন্তর্গত ননাশোল এলাকায় প্রবেশ করে। 

ননাশোল গ্রামে কৃষকদের সবুজ ধান জমিতে বিঘের পর বিঘে ধান খেয়ে নষ্ট করে গিয়েছে হাতির পাল। গ্রামবাসী ও হুলা পার্টি সদস্যরা কয়েকদিন ধরে তাড়ানোর পরও হাতির পাল কোথাও না গিয়ে সবুজ ধান জমির আশেপাশেই রয়ে গিয়েছে । বৃহস্পতিবার বিকেলে বিঘের পর বিঘে জমির সবুজ ধান চোখের সামনেই নষ্ট হতে দেখেছেন কৃষকরা। হাতির পালকে এর থেকে বেশি তাড়ানোর চেষ্টা করলে হিংস্র আক্রমণে প্রাণনাশের আশঙ্কা রয়েছে  চাষিদের। সেই কারণেই কার্যত অসহায় অবস্থায় পরিশ্রম করে ফলানো ফসল নষ্ট হতে দেখা ছাডা় কিছু করারও উপায় নেই কৃষকদের। বনদফতর থেকে ক্ষতিপূরণ দেওয়া হলেও তা পর্যাপ্ত নয় বলেই অভিযোগ কৃষকদের।