১০০ দিনের কাজ করেও মিলছে না টাকা, আউলডাঙায় তীব্র বিক্ষোভের মুখে কেন্দ্রীয় প্রতিনিধি দল

১০০ দিনের কাজের টাকা না পেয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে বিক্ষোভ দেখালেন ক্ষুদ্ধ গ্রামবাসীরা।  ১০০ দিনের কাজের খতিয়ান দেখতে উত্তর ২৪ পরগণার রানাঘাট পঞ্চায়েতের আউলডাঙা গ্রামে এসেছিল তিন সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল। সম্পূর্ণ কাজের খতিয়ান পরিদর্শন করে ফেরার সময় ওই দলের সদস্যরা গ্রামবাসীদের বিক্ষোভের সামনে পড়েন।

/ Updated: Aug 05 2022, 02:21 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আউলডাঙা গ্রামের বাসিন্দারা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে বিক্ষোভ করে জানান তাঁরা দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজের কোনও টাকাই পাচ্ছেন না, এমনকি যাঁরা মাঠে চাষ করছেন, তাঁদের ব্যাংক অ্যাকাউন্টেও টাকা ঢুকছে না। তাদের জব কার্ডে টাকা ঢুকলেও সেই টাকা পঞ্চায়েত সদস্যরা তুলে নিয়ে গিয়ে অন্যদেরকে ভাগ বাটোয়ারা করে দিচ্ছে। স্থানীয় সুপারভাইজারদের কাছে টাকা চাইতে গেলে সেখান থেকে ফেরত পাঠিয়ে বলে দেওয়া হচ্ছে, টাকা দেওয়া হয়ে গেছে। ১০০ দিনের কাজ সংক্রান্ত একাধিক দুর্নীতির অভিযোগ তোলেন ক্ষুদ্ধ গ্রামবাসীরা, বারবার বিডিও এবং পঞ্চায়েত অফিসের দ্বারস্থ হয়েও কোনও সুফল পাননি বলে জানান তাঁরা। কেন্দ্রীয় প্রতিনিধি দল তাঁদের আশ্বস্ত করে। ক্ষুব্ধ কর্মীদের জানানো হয়, তাঁরা নিজেদের কাজের সম্পূর্ণ টাকা পেয়ে যাবেন।