'এডিটর টকস'- ক্যাব আন্দোলন এবং মমতার হুঙ্কার এবার কোন পথে

ক্যাব আন্দোলন নিয়ে কোনওভাবেই পিছু না হঠার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তিনি প্রতিবাদী পদযাত্রার শুরুতেই শান্তিপূর্ণভাবে আন্দোলনের কথাা বলেন।  

/ Updated: Dec 16 2019, 11:07 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ক্যাব আন্দোলন নিয়ে আরও জটিল হতে পারে রাজ্যের পরিস্থিতি। গত সপ্তাহের শেষ থেকেই হিংসাত্মরক আন্দোলনে বিপর্যস্ত রাজ্যের জনজীবন। বিশেষ করে কলকাতার শহরতলি এবং জেলাগুলিতে পরিস্থিতি বিপজ্জনক। জায়গায় জায়গায় গাড়ি পুড়িয়ে, ট্রেনে আগুন লাগিয়ে ক্যাবের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হচ্ছে। তেমনি, বহু রেলরুটে অবরোধের পাশাপাশি রেল লাইন উপড়ে ফেলাও হয়েছে। এর জেরে রেল যোগাযোগ কার্যত বিপর্যস্ত। বিশেষ করে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগ প্রায় ছিন্ন বলা চলে। কলকাতা ও হাওড়া থেকে উত্তরবঙ্গমুখী অসংখ্য ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। সড়কপথেও অবরোধ এবং গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটায় সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ থেকেে শুরু করে রাজনৈতিক মহল- সকলেরই এদিনের নজর ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যাব বিরোধী মিছিলে। মুখ্যমন্ত্রী স্পষ্টভাষাতেই জানিয়েছেন যে ক্যাব বিরোধী আন্দোলন চলবে। পিছু হঠার কোনও জায়গা নেই। তবে, শান্তিপূর্ণভাবে আন্দোলনের কথা বলেছেন তিনি। উস্কানিতে কান দিয়ে মানুষ যাতে হিংসার পথে না যায় সে বিষয়েও সতর্ক করেছেন।