আর বাড়ি ফরবে না কামিরুদ্দিনরা, মুর্শিদাবাদের সাগরদিঘিতে এখন কেবল নিকষ অন্ধকার

মঙ্গলবার সারা দেশ যখন মেতেছে ভাইফোঁটায়, ভাইয়েদের মঙ্গল কামনায় ফোঁটা দিচ্ছেন বোনেরা তখনও কাশ্মীরের কুলগামে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ৫ বাঙালি শ্রমিককে গুলি করে হত্যা করল জঙ্গিরা। 

/ Updated: Oct 30 2019, 01:04 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

মঙ্গলবার সারা দেশ যখন মেতেছে ভাইফোঁটায়, ভাইয়েদের মঙ্গল কামনায় ফোঁটা দিচ্ছেন বোনেরা তখনও কাশ্মীরের কুলগামে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ৫ বাঙালি শ্রমিককে গুলি করে হত্যা করল জঙ্গিরা। প্রতিবছর আপেল চাষের সময় এরাজ্য থেকে কাশ্মীরে যায় প্রচুর শ্রমিক। তাদের মধ্যে ছিলেন মুর্শিদাবাদের সাগরদিঘির বাহালনগর গ্রামের মুরসালিম শেখ, কামিরুদ্দিন শেখ, শেখ মহম্মদ রফিক, শেখ নিজামুদ্দিন এবং মহম্মদ রফিক শেখ। এবছর কাশ্মীরে অশান্তি চলতে থাকায় অনেকেই আর রোজগারের জন্য ওদিকে পা বারাননি। কিন্তু শেষমুহুর্তে ঝুঁকি নিয়েছিলেন কামিরুদ্দিনরা। তারই মাশুল গুনতে হল মুর্শিদাবাদের তরতাজা ৫ যুবককে। খবর এসে পৌঁছতেই চোখের জল বাঁধ মানছে না পরিজনদের মধ্যে। মুহুর্তে শোকের ছায়া নেমে এসেছে গোটা গ্রাম জুড়ে। মঙ্গলবার ঘটনা নিয়ে গত ২ সপ্তাহে মোট ১১ জন অকাশ্মীরিকে খুন করল জঙ্গিরা। গত ১৪ অক্টোবর থেকে উপত্যকায় বেড়েছে জঙ্গি হামলা। এর আগে অনন্তনাগ ও সোপিয়ানেও ঘটেছে হামলার ঘটনা।