Hawrah : বাগুইআটির মতই পুলিশ নিস্ক্রীয় গোলাবাড়িতে? ১৫ বছর ধরে সন্তান শোকে কাতর ১৪ টি নিখোঁজ শিশুর পরিবার
বাগুইআটির ঘটনার পরে এবার হাওড়া পুলিশের ভূমিকা নিয়ে উঠল প্রশ্ন। গোলাবাড়ি থানার অসহযোগিতার অভিযোগ পিলখানার নিখোঁজ শিশুদের পরিবারের । ১৫ বছর ধরে অপেক্ষায় রয়েছেন শিশুর পরিবার। আজও বাবা খুঁজে চলেছেন তার পাঁচ বছরের সন্তানকে। ২০০৭ থেকে ২০১৩ পর্যন্ত ১৪ টি বাচ্চা নিখোঁজ হয় হাওড়া গোলাবাড়ি থানার অন্তর্গত পিলখানা অঞ্চল থেকে। আজও তারা ঘরে ফেরেনি। পুলিশি নিস্ক্রিয়তার অভিযোগ পরিবার গুলির।
হারিয়ে যাওয়া শিশুটির বাবা মহম্মদ সাবির আনসারী মনে আক্ষেপ নিয়ে বলেন গরীবের বাচ্ছা চুরি হলে পুলিশের কিছু যায় আসে না। অথচ বড়োলোকের ছেলে হর্ষ লাখোটিয়া হত্যা মামলাতে পুলিশ সর্ব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পরে। তিনি জোর গলাতে বলেন আজকেও মুখ্যমন্ত্রী নির্দেশ দিলে পুলিশ চাইলে একটা পথ নিশ্চই বড়োবেই। তাঁর বৃদ্ধ বয়সের ভরসা ছিল তাঁর সন্তান। আজকে তাঁর মতো আরও তেরোজন নিখোঁজ সন্তানের শেষ ভরসা ভেঙে গেছে।