বাড়ছে পদ্মের চাহিদা, কমছে যোগান, চিন্তায় চাষীরা

  • মহাষ্টমীর সন্ধিপুজোয় চাই পদ্ম
  • এরাজ্যে  দেবী বন্দনায় লাগে ১৬ লক্ষ পদ্ম
  • যোগান আসে পূর্ব মেদিনীপুর থেকে 
  • পদ্মফুল চাষীদের নাওয়া, খাওয়ার সময় নেই

/ Updated: Sep 26 2019, 03:07 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পদ্মের অভাবে রামচন্দ্রের অকালবোধনের পুজো একসময় অসমাপ্ত থেকে যাচ্ছিল। নিজের চোখ দিয়েই তখন পুজো করতে গিয়েছিলেন তিনি। সেই থেকে মহাষ্টমীর সন্ধিপুজোয় আর কিছু থাক বা না থাক, ১০৮ টি পদ্ম লাগবেই।  এরাজ্যে  দেবী বন্দনায়  আনুমানিক ১৬ লক্ষ পদ্ম লাগে, যার দুই তৃতীয়াংশের  যোগান দেয় পূর্ব মেদিনীপুর।  কলকাতাতে দুর্গাপুজোর বেশিরভাগ পদ্মই  আসে  কোলাঘাট, পাঁশকুড়া, কেশবপুর, হাকোলা সহ  ১০-১২টি গ্রামের ঝিলগুলি থেকে। সেই কারণেই পদ্মফুল চাষীদের এখন নাওয়া-খাওয়ার সময় নেই।  পদ্মকুঁড়ি তোলাতে ব্যস্ত তাঁরা। কিন্তু দুষণ আর অতি বৃষ্টির ফলে এবার  ফলন কম হওয়ায় সমস্যায় পড়েছেন তারা।