Bear: দীর্ঘক্ষণের চেষ্টার পর অবশেষে খাঁচাবন্দি ভালুক

অবশেষে বন দফতরের কর্মীরা ভালুকটিকে ট্র্যাঙ্কুলাইজ করতে সক্ষম হয়। এরপর ভালুকটিকে জালে জড়িয়ে নিয়ে গিয়ে গাড়ির খাচায় তোলা হয়। জানা গিয়েছে, বনদফতরের হাসপাতালে ভালুকটির শারীরিক অবস্থা খতিয়ে দেখবেন চিকিৎসকরা। তারপর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
 

/ Updated: Dec 09 2021, 09:08 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বৃহস্পতিবার সকালে বাড়ির মধ্যে ঢুকে পড়ে ভালুক। মালবাজারের বাটাইগোলায় ঘটে এই ঘটনা। আচমকাই ভালুক ঢুকে পড়ায় ছড়ায় আতঙ্ক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বন দফতরের কর্মীরা। ভালুক দেখতে ভিড় জমায় সাধারণ মানুষ। অবশেষে ধরা পড়ল সেই ভালুক। ভালুকটিকে জালে জড়িয়ে নিয়ে গাড়ির খাচায় তোলা হয়। বনদফতরের হাসপাতালে শারীরিক অবস্থা খতিয়ে দেখা হবে। তারপর জঙ্গলে ছেড়ে দেওয়া ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। অবশেষে বন দফতরের কর্মীরা ভাল্লুকটিকে ট্র্যাঙ্কুলাইজ করতে সক্ষম হয়। এরপর ভাল্লুকটিকে জালে জড়িয়ে নিয়ে গিয়ে গাড়ির খাচায় তোলা হয়। জানা গিয়েছে, বনদফতরের হাসপাতালে ভাল্লুকটির শারীরিক অবস্থা খতিয়ে দেখবেন চিকিৎসকরা। তারপর তাকে জঙ্গলে ছেড়ে দেওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে বন দফতর সূত্রে খবর যে মালবাজারে যে ভালুক লোকালয়ে ঢুকেছে তা একটি মধ্যবয়সী। এখনও পর্যন্ত এই ভালুক কাউকে আঘাত করেছে বলে জানা যায়নি। মনে করা হচ্ছে খাবারের সন্ধানেই জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে ঢুকেছিল ভালুকটি। তবে, মালবাজার একদম ডুয়ার্সের মাঝে একটা জনপদ এবং একে ঘিরে গভীর জঙ্গল থাকায় এমন ঘটনা স্বাভাবিক বলেই জানিয়েছে বন দফতর।