শোভন চট্টোপাধ্যায়ের সম্পত্তির পরিমাণ কত, জেনে নিন

  • নিজের সম্পত্তি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দেবেন বলে ঘোষণা করেছেন শোভন
  • ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী হয়েছিলেন তিনি
  • সেই সময়েই নিজের সম্পত্তির হলফনামা দিয়েছিলেন তিনি
  • হলফনামা অনুসারে, তাঁর সম্পত্তির পরিমাণ ৬ কোটি ৭২ লাখ ৫৯ হাজার ৯১২ টাকা

/ Updated: Jun 18 2021, 09:12 AM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নিজের সম্পত্তি বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে দেবেন বলে ঘোষণা করেছেন শোভন। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে বেহালা পূর্বের তৃণমূল প্রার্থী হয়েছিলেন তিনি। সেই সময়েই নিজের সম্পত্তির হলফনামা দিয়েছিলেন তিনি। হলফনামা অনুসারে, তাঁর সম্পত্তির পরিমাণ ৬ কোটি ৭২ লাখ ৫৯ হাজার ৯১২ টাকা। এর মধ্যে অবশ্য তাঁর স্ত্রী রত্না চট্টোপাধ্যায়েরও সম্পত্তি রয়েছে। তাঁর স্ত্রী -র সম্পত্তি বাদ দিলে তার সম্পত্তির পরিমাণ ২,৬৭,৬০,০৬০ টাকা। ৫ বছর আগে শোভনের হাতে নগদ ছিল ৪৩,৩৪০ টাকা। ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ছিল ৬৮,৩০,৩২২ টাকা। বিভিন্ন বিমা এবং পিএফ বাবদ তাঁর সঞ্চয় ছিল ২৭,৯৮,৯৯৯ টাকা। এছড়াও ৫ বছর আগে তাঁর ৪টি গাড়ি ছিল, যার মোট মূল্য ছিল ৮,৫৩,৫৬৯ টাকা। ৭,৫৩,২৮১ টাকা মূল্যের সোনা, রুপোর গয়না ছিল তাঁর। সব মিলিয়ে অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১,০৪,৩০,৯৪২ টাকা। এছাড়াও শোভনের স্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ২,৬৭,৬০,০৬০ টাকা।