Asianet News BanglaAsianet News Bangla

উত্তরপাড়া পুরসভার গণভবনে আগুন!

উত্তরপাড়া পুরসভার গণভবনে আগুন! এই ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়। ছুটে আসেন কাউন্সিলার থেকে কর্মচারীরা। খবর যায় দমকল বাহিনী ও থানায়। ছুটে আসে দমকল ও পুলিশ। ধোঁয়ায় ভরে ছিল গণভবন প্রেক্ষাগৃহ। এরপরেই একটি পুড়ে যাওয়া পাখা পড়ে থাকতে দেখা যায়। গণভবনের সমস্ত বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অল্পের ওপর দিয়ে বিপদ কেটে যাওয়ায় হাফ ছেড়ে বাঁচলেন পুরসভার কর্মীরা। 

Aug 5, 2022, 6:23 PM IST

উত্তরপাড়া পুরসভার গণভবনে আগুন! এই ঘটনায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয় ওই এলাকায়। ছুটে আসেন কাউন্সিলার থেকে কর্মচারীরা। খবর যায় দমকল বাহিনী ও থানায়। ছুটে আসে দমকল ও পুলিশ। ধোঁয়ায় ভরে ছিল গণভবন প্রেক্ষাগৃহ। এরপরেই একটি পুড়ে যাওয়া পাখা পড়ে থাকতে দেখা যায়। গণভবনের সমস্ত বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। অল্পের ওপর দিয়ে বিপদ কেটে যাওয়ায় হাফ ছেড়ে বাঁচলেন পুরসভার কর্মীরা। 

Video Top Stories