স্বামী আর বাবাকে সঙ্গে নিয়ে প্রেমিককে খুন করল প্রেমিকা, হাতুড়ির বাড়ি মেরে হত্যা

বিবাহ বহির্ভূত সম্পর্ক চাপা দিতে প্রেমিককে হত্যা করল প্রেমিকা। স্বামী বাবা আর দিদিকে নিয়ে পরিকল্পনা করে খুন করল বলে অভিযোগ। হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে প্রেমিককে। তবে পুলিশ উদ্ধার করেছে দেহ । আটক করেছে অভিযুক্তদের।

/ Updated: May 30 2022, 03:40 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বসিরহাটের হাড়োয়া থানার গোপালপুর একনম্বর পঞ্চায়েতের গোপালপুর দাস পাড়ার ঘটনা। বছর ২৭,এর স্বরূপ প্রামানিক, বাড়ি বাঁকুড়া। এর সঙ্গে গৃহবধূ চম্পা রুহিদাসের মোবাইল ফোনে একাধিকবার ফোনে প্রেমালাপ, তার পর মেলামেশা, ঘনিষ্ঠতা বেড়ে যায়, গৃহবধূর শ্বশুরবাড়ি আসানসোলে ,এই এই নিয়ে চম্পার স্বামী গৌতম রুইদাস, পেশায় অটোচালক। যুবকের সঙ্গে স্ত্রী ঘনিষ্ঠতা কথা জানতে পারে দীর্ঘ দিন বচসা, গন্ডগোল ঝামেলা হয়। ২৭, এ মে শুক্রবার  দিন স্বামীকে নিয়ে বাপের বাড়ি হাড়োয়ার গোপালপুরে দাসপাড়ায় চলে আসে।আর সেখানেই যুবককে খুনের পরিকল্পনা করে ।  রবিবার রাত্রিবেলা যুবককে ফোনে  বাড়িতে আসার কথা বলে ওই গৃহবধূ ।তাকে খুনের পরিকল্পনার ছক করে বধু চম্পা স্বামী গৌতম , বাবা খোকন সাহা ও দিদি চৈতালি সাহা এই চারজন। রাত্রির হতেই তাকে হাতুড়ি দিয়ে মাথায় একাধিকবার আঘাত করে মৃত্যু নিশ্চিত করতে তারপর চারজন মিলে শ্বাসরোধ  করে ওই যুবককে খুন করে।হাড়োয়া  হাবড়া থানার পুলিশ মৃতদের উদ্ধার করে। যুবক খুনের ঘটনায় বধু চম্পা স্বামী গৌতম বাবা খোকন সাহা দিদি শম্পা গ্রেফতার করে হাড়োয়া থানার পুলিশ।