ফের মহার্ঘ্য জ্বালানি, এক নজরে সংবাদ শিরোনাম

  • অনুব্রত -র পায়ে হাত দিয়ে বিডিও -র প্রণাম
  • বিজেপি বিধায়ককে নিয়ে পোস্ট তৃণমূলের
  • ফের মহার্ঘ জ্বালানি
  • রাজ্যে কিছুটা কমল করোনা আক্রান্তের সংখ্যা
     
/ Updated: Jun 18 2021, 07:44 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বৃহস্পতিবার  গুসকরায় একটি সেফ হোমের উদ্ধোধন করেন  অনুব্রত মন্ডল। সেখানেই তাঁর পায়ে হাত দিয়ে প্রণাম করতে দেখা যায় আউশগ্রামের বিডিওকে। বিডিও -র তাঁর পায়ে হাত প্রণাম অবাক করেছে অনেককেই। এই নিয়েই এখন রীতিমত শুরু হয়েছে চর্চা। বিধানসভা ভোট মিটে যাওয়ার পর কেটে গিয়েছে প্রায় ২ মাস। এখনও দেখা মেলেনি মালদহের ইংরেজবাজারের বিজেপি বিধায়কের। এই নিয়েই কটাক্ষ করতে শোনা গেল তৃণমূলকে। সোশ্যাল মিডিয়ায় তাঁর নিখোঁজের পোস্টও করতে দেখা গেল তৃণমূলকে। ফের দাম বাড়ল পেট্রোল-ডিজেলের। কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ২৬ পয়সা বেড়ে দাম দাঁড়াল ৯৬ টাকা ৮৪ পয়সা। ডিজেলের দাম লিটার প্রতি ২৯ পয়সা বেড়ে দাম দাঁড়াল ৯০ টাকা ৫৪ পয়সা। রাজ্যে সামান্য কমল দৈনিক করোনা সংক্রমণ। রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৩ হাজার ১৮ জন। রাজ্যে একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬৪ জনের। রাজ্যে এই মুহুর্তে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২২ হাজার ৭৩ জন। প্রথম দফায় আমেরিকা থেকে খুব সামান্য টিকাই এসেছিল ভারতে। তবে এবার ভারতে আসতে চলেছে ফাইজারের ৫০ কোটি ডোজ। চলতি বছরের শেষের দিকেই ভারতে আসার সম্ভবনা রয়েছে ফাইজারের ৫০ কোটি ডোজ। সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে এমনই দাবি করলেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিংহ সান্ধু। ইয়াসের তান্ডবে ভেঙে গিয়েছিল বাড়ির বেশ কিছুটা অংশ। সেই বাড়ির মাটির দেয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার জেলার নামখানার দ্বারিকনগর এলাকায়। মৃত মহিলার নাম কবিতা মন্ডল। স্ত্রী -র সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে স্ত্রী -র প্রেমিককে পিটিয়ে খুন করল স্বামী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার ফকিরতকিয়া গ্রামে। ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। এই ঘটনায় অভিযুক্ত সোনা সর্দারকে গ্রেফতার করেছে জিবনতলা থানার পুলিশ। বৃষ্টিতে জলমগ্ন সোনারপুর দক্ষিণ একাধিক এলাকা। চরম সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। সেই সমস্ত জলমগ্ন এলাকাই ঘুরে দেখলেন লাভলি মৈত্র। পায়ে হেটে ঘুরে দেখলেন জলমগ্ন এলাকা। জলবন্দি মানুষদের সঙ্গে কথাও বললেন তিনি। বজ্রঘাতে মৃত অভিজিৎ সর্দারের পরিবারের পাশে শুভেন্দু অধিকারী। খানাকুলের চুয়াডাঙ্গা গ্রামে মৃতের বাড়িতে গিয়ে তাঁর পরিবারের হাতে ২ লক্ষ টাকা তুলে দেন শুভেন্দু অধিকারী।