বাঁধ ভেঙেছে মুড়িগঙ্গার, তাই নিয়েই এবার সরব হলেন বঙ্কিম হাজরা
- বাঁধ ভেঙে প্লাবিত গঙ্গাসাগরের বিস্তীর্ণ এলাকা
- তাই নিয়েই এবার মুখ খুললেন বঙ্কিম হাজরা
- কৌশিকী অমাবস্যার জলস্ফিতির কারণেই এমনটা ঘটেছে বলে তাঁর মত
- একনজরে দেখেনিন কি বললেন তিনি
বাঁধ ভেঙে প্লাবিত গঙ্গাসাগরের বিস্তীর্ণ এলাকা। এবার তাই নিয়েই মুখ খুললেন বঙ্কিম হাজরা। তার কথায় কৌশিকী অমাবস্যার জলস্ফিতির কারণে ঘটেছে এমনটা। সাগরের অনেক জায়গাই প্লাবিত হয়েছে তিনি জানিয়েছেন। প্লাবিত অঞ্চলের মধ্যে আছে সাগরের সুমতি নগর, বঙ্কিমনগর, কচুবেড়িয়ার ঘোড়ামারা, মৌসুমি এছাড়াও আরও অনেক জায়গা। আমফানে আগেই সেখানে অনেক ক্ষতি হয়ে গিয়েছে তারপরে এই করনা পরিস্থিতির মধ্যেই আরও এক দুর্যোগে মানসিক ভাবেও ভেঙে পড়েছেন সেখানকার মানুষেরা। এখানকার মানুষেরা আগেই জানিয়েছিলেন সরকারের পক্ষ থেকে তারা কোনওরকম সাহায্য পাচ্ছেনা। এখানকার এই সমানুষদেরই আশ্বস্ত করে গঙ্গাসাগরের বিধায়ক বঙ্কিম হাজরা জানিয়েছেন খুব শীঘ্রই বাঁধ মেরামোতির কাজ শুরু হবে সেখানে