তারাপীঠে শ্যামারূপে পুজিতা হন মা তারা, দেখুন ভিডিও
- তারাপীঠের মা তারা ছাড়া অন্যকোনও দেবদেবীকে পুজো করার চল নেই
- কালীপুজোর রাতে মা তারাই শ্যামারূপে পুজিতা হন
- মন্দিরে পুজোয় বসেন নাটোরের পুরোহিত ও পালাদার
- মাটির প্রদীপে সাজিয়ে তোলা হয় মন্দির চত্বর
সিদ্ধপীঠের দেবী মা তারা। তারাপীঠের অন্যকোনও দেবদেবীকে পুজো করার চল নেই। রবিবার যখন রাজ্যের সর্বত্র পূজিতা হচ্ছেন মা কালী, তখন তারাপীঠে মা তারাকেই শ্যামারূপে পুজো করা হল। আর পাঁচটা দিনের মতোই এদিনও ভোর পাঁচটা মা তারাকে স্নান করানো হয়। তারপর বিগ্রহকে অষ্টধাতুর মুখাভরণ, মুণ্ডমালা, মুকুট, সোনা অলঙ্কার পরিয়ে সাজানো হয়ে শ্যামা কালীরূপে। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন, কালীপুজোর রাতে তারাপীঠে মন্দিরে পুজোয় বসেন নাটোরের পুরোহিত ও মন্দিরের পালাদাররা। হয় চণ্ডীপাঠও। মাটির প্রদীপ দিয়ে মন্দির চত্বর আলোকিত করে তোলেন তারাপীঠ মন্দিরের সেবাইত বংশের মেয়েরা। রাতভর যজ্ঞ চলে শ্মশানেও।