শিক্ষায় রাজনীতি নয়, বার্তা রাজ্যপালের, দেখুন ভিডিও
- শিক্ষা নিয়ে এবার নাম না করে সরকারের সমালোচনা
- শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার পক্ষে সওয়াল রাজ্যপালের
- শিক্ষায় রাজনীতি জড়িয়ে না ফেলারও বার্তা দিয়েছেন তিনি
- ফরাক্কা যাওয়ার পথে বর্ধমানে সাংবাদিকদের মুখোমুখি রাজ্যপাল জগদীপ ধানকড়
এ রাজ্যে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করলেন রাজ্যপাল জগদীপ ধানকড়। শুক্রবার ফরাক্কা যাওয়ার পথে বর্ধমান সার্কিট হাউসে কিছুক্ষণ বিশ্রাম নেন রাজ্যপাল। সার্কিট হাউসের বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্যে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি পরিবেশ বদল হওয়া দরকার। এমন এক ব্যবস্থা তৈরি করতে হবে, যাতে পড়ুয়াদের আন্দোলনে নামতে না হয়। বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। রাজ্যপালের আবেদন, 'পড়ুয়াদের স্বার্থে, সমাজের স্বার্থে, দয়া করে শিক্ষা নিয়ে রাজনীতি করবেন না।' প্রসঙ্গত, ভর্তি প্রক্রিয়া শেষ হওয়ার আগেই সেমেস্টারের পরীক্ষার সূচি চূড়ান্ত করে ফেলার অভিযোগে তুলকালাম কাণ্ড ঘটেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার রাতে দীর্ঘক্ষণ উপাচার্যকে ঘেরাও করে রেখেছিলেন পড়ুয়ারা। শুক্রবার বিশ্ববিদ্যালয়ে বৈঠক চলাকালীন অসুস্থও হয়ে পড়েন তিনি।