কথা বলার মতো কেউ নেই, সিঙ্গুরের বিডিও অফিসে গিয়ে অবাক রাজ্যপাল, দেখুন ভিডিও

  • আচমকা সিঙ্গুরের বিডিও অফিসে রাজ্যপাল জগদীপ ধনখড়
  • স্থানীয় কৃষকদের অভিযোগ শোনেন তিনি

/ Updated: Nov 12 2019, 05:16 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সিঙ্গুরের বিডিও অফিসে আচমকা হাজির হয়ে অবাক হয়ে গেলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। কারণ বিডিও পার্থ বন্দ্যোপাধ্যায় আগে থেকেই ছুটিতে ছিলেন। মিটিংয়ের জন্য অফিসের বাইরে ছিলেন যুগ্ম বিডিও। ফলে বিডিও অফিসে গিয়ে নিচুতলার কয়েকজন কর্মীকে বাদ দিয়ে কারওরই দেখা পাননি রাজ্যপাল। সেই কারণেই সিঙ্গুরের বর্তমান অবস্থা নিয়ে সরকারি কোনও তথ্য জানতে পারেননি রাজ্যপাল। 

সোমবার শান্তিনিকেতন থেকে ফেরার সময় বিকেল চারটে নাগাদ আচমকাই সিঙ্গুরে হাজির হন রাজ্যপাল জগদীপ ধনখড়। সরাসরি সিঙ্গুরের বিডিও অফিসে পৌঁছে যান রাজ্যপাল। অফিসে ঢুকে বিডিও পার্থ বন্দ্যোপাধ্যায়ের ঘরে গিয়ে তাঁর চেয়ারে বসেন রাজ্যপাল। কিন্তু ছুটিতে থাকায় বিডিও-র সঙ্গে দেখা হয়নি তাঁর। তাঁর সঙ্গে কথা বলার মতো কে আছেন, বিডিও অফিসের কর্মীদের কাছে তাও জানতে চান রাজ্যপাল। কিন্তু কোনও আধিকারিকই সেখানে না থাকায় সেভাবে কেউই রাজ্যপালের সঙ্গে কথা বলতে পারেননি। এরই মধ্যে রাজ্যপাল এসেছেন খবর পেয়ে সেখানে কয়েকজন কৃষককে নিয়ে হাজির হন স্থানীয় বিজেপি নেতারা। তাঁরা অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্য সরকার কৃষকদের ন্যানো প্রকল্রের জন্য অধিগৃহীত জমি ফিরিয়ে দিলেও  তা আর চাষযোগ্য নেই। রাজ্যপাল পরে জানান, ভবিষ্যতে সরকারি সফরে তিনি সিঙ্গুরে আসবেন। তার আগে সেখানকার পরিস্থিতি সম্পর্কে ভালভাবে জেনে নেবেন।