রাজ্যপাল বিজেপির প্রতিনিধি হয়ে গিয়েছেন, কটাক্ষ প্রসূন-এর

হাওড়া পুরনিগমে সাংবাদিক সম্মেলন প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যে ইতিমধ্যেই বহু জায়গায় ভোট হয়েছে হাওড়া পুরসভায় এখনও ভোট হয়নি। এই নিয়েই রাজ্যপালকে আক্রমণ প্রসূন বন্দ্যোপাধ্যায়ের। 'রাজ্যপাল বিজেপির প্রতিনিধি হয়ে গিয়েছেন'। 
 

/ Updated: Mar 07 2022, 08:28 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সোমবার হাওড়া পুরনিগমে একটি সাংবাদিক সম্মেলনে রাজ্যপাল জগদীপ ধনকরকে আক্রমণ করেন হাওড়া সদরের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি হাওড়া পুরনিগম ও বালি পুরসভার নির্বাচন না হওয়ার জন্য রাজ্যপালকেই সরাসরি দায়ি করেন।  তিনি স্বীকার করেছেন ২০২৪ এ লোকসভা ভোটের আগে এখনও হাওড়ায় পুরভোট না হওয়ায় তিনি যথেষ্ট চাপে আছেন। এর পাশাপাশি ভোট না হওয়ায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। যার প্রভাব লোকসভা ভোটেও পড়বে বলে মনে করছেন হাওড়ার সাংসদ। এর প্রতিবাদে তিনি রাজ্যপালকে হাওড়ায় ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারিও দেন। তিনি আরও অভিযোগ করে বলেন সাড়ে ৩ বছর আগে হাওড়া পুরনিগমের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। পুর প্রতিনিধিরা না থাকায় দিনে দিনে পুরনিগমের পরিষেবার মান খারাপ হওয়ার দরুন প্রভাব ২০১৯ এর লোকসভা ভোটেও পড়েছিল বলে দাবি করেন তিনি। তার ২ লাখের বেশি ভোটে জয়ের মার্জিন কমে দাঁড়িয়েছে ১ লাখ ১২০০-এ। রাজ্যের ১১৩ টি পৌরসভার নির্বাচন হলেও হাওড়া ও বালিতে ভোট আটকে রয়েছে। তিনি অভিযোগ করেন রাজ্যপাল ফাইলে স্বাক্ষর না করার জন্যই ভোট আটকে রয়েছে।