গুলি ছুড়ে বরকে অভিবাদন, গ্রেফতার কনের ঠাকুরদা
প্রকাশ্যে বন্দুকের গুলি ছুড়ে বরকে অভিবাদন জালান কন্যাপক্ষ। ঘটনা পূর্ব বর্ধমানের কাটোয়ার টেলিফোন ময়দানের। গুলি চালানোর ছবি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পারিবারিক শুভ কাজে বংশের পরম্পরা বজায় রাখতেই গুলি ছুড়ে গান স্যালুট দেওয়া হয়েছিল বলে জানান কনের ঠাকুরদা রমনীমোহন মণ্ডল। লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকেই তিন রাউন্ড গুলি ছোঁড়া হয় বলে দাবি করেন তিনি। যদিও বন্দুকটি লাইসেন্সপ্রাপ্ত হলেও রমনীমোহন মন্ডলের কোনও লাইসেন্স ছিল না। সেই কারণে কনের ঠাকুরদাকে অস্ত্রআইনে গ্রেফতার করে পুলিশ।
প্রকাশ্যে বন্দুকের গুলি ছুড়ে বরকে অভিবাদন জালান কন্যাপক্ষ। ঘটনা পূর্ব বর্ধমানের কাটোয়ার টেলিফোন ময়দানের। গুলি চালানোর ছবি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। পারিবারিক শুভ কাজে বংশের পরম্পরা বজায় রাখতেই গুলি ছুড়ে গান স্যালুট দেওয়া হয়েছিল বলে জানান কনের ঠাকুরদা রমনীমোহন মণ্ডল। লাইসেন্সপ্রাপ্ত বন্দুক থেকেই তিন রাউন্ড গুলি ছোঁড়া হয় বলে দাবি করেন তিনি। যদিও বন্দুকটি লাইসেন্সপ্রাপ্ত হলেও রমনীমোহন মন্ডলের কোনও লাইসেন্স ছিল না। সেই কারণে কনের ঠাকুরদাকে অস্ত্রআইনে গ্রেফতার করে পুলিশ।