গলায় গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে তৃণমূল কর্মী, বিরোধীদের দায়ি করলেন স্থানীয় নেতা

এক তৃণমূল কর্মীকে লক্ষ্য গুলি করে দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ঘটনাটি নদিয়ার চাকদহের ১৮ নম্বর ওয়ার্ডের। জানা যায় ওই ওয়ার্ডের তৃণমূল কর্মী নারায়ণ দে রবিবার রাত্রে তার বাড়ির লাগোয়া একটি বাগানবাড়িতে ছিলেন। 

/ Updated: May 09 2022, 02:01 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এক তৃণমূল কর্মীকে লক্ষ্য গুলি করে দুষ্কৃতীরা। আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জহরলাল নেহরু হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। ঘটনাটি নদিয়ার চাকদহের ১৮ নম্বর ওয়ার্ডের। জানা যায় ওই ওয়ার্ডের তৃণমূল কর্মী নারায়ণ দে রবিবার রাত্রে তার বাড়ির লাগোয়া একটি বাগানবাড়িতে ছিলেন। তখনই একদল দুষ্কৃতী তার ওপর হামলা চালায়, এরপরে তাকে লক্ষ্য করে গুলি করে বলে অভিযোগ। যদিও দুষ্কৃতীদের ছোড়াগুলি তৃণমূল কর্মী নারায়ণ দের গলায় গিয়ে লাগে। চাকদা দু নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সাধন বিশ্বাস বলেন, নারায়ন দে চাকদার ১৮ নম্বর ওয়ার্ডের একজন বাসিন্দা, তার পাশাপাশি সক্রিয় তৃণমূল কর্মী, দীর্ঘদিন ধরেই তৃণমূলের সঙ্গে যুক্ত।  যদিও তৃণমূল কর্মী কে গুলি করার ঘটনায় কে বা কারা জড়িত তা এখনো স্পষ্ট করা যায়নি। তবে এই ঘটনার সাথে বিরোধী শক্তির যোগসাজশ আছে বলেই দাবি তৃণমূলের। রাতের অন্ধকারে তৃণমূল কর্মী কে গুলি করে খুন করার চেষ্টার ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে চাকদা থানার পুলিশ।