Asianet News BanglaAsianet News Bangla

ক্যানিংয়ে ভর সন্ধ্যায় চলল গুলি, গুলিবিদ্ধ দুই তৃণমূল কর্মী

  • ক্যানিংয়ে ভর সন্ধ্যায় চলল গুলি
  • গুলিবিদ্ধ হয়েছেন দুই তৃণমূল কর্মী
  • মহরম শেখ ও আলম শেখ নামে দু'জনে গুলিবিদ্ধ হন 
  • এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ায়
     
Jun 16, 2021, 3:49 PM IST

ক্যানিংয়ে ভর সন্ধ্যায় চলল গুলি এবং বোমাবাজি। গুলিবিদ্ধ হয়েছেন দুই তৃণমূল কর্মী। মহরম শেখ এবং আলম শেখ নামে দু'জনে গুলিবিদ্ধ হন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়ায়। গুরুতর জখম অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়। ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় তাঁদের। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস।
 

Video Top Stories