তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে ফের উত্তপ্ত হরিশ্চন্দ্রপুর, জাতীয় সড়ক অবরোধ করে চলল বিক্ষোভ
- ফের প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব
- মালদহের হরিশ্চন্দ্রপুরে পুনরায় এই ঘটনা
- টায়ার পুড়িয়ে চলে বিক্ষোভ
- জাতীয় সড়ক সহ দুটি রাজ্য সড়ক অবরোধ
- শাসকদলের বিক্ষোভে উত্তপ্ত গোটা এলাকা
তৃণমূলের অন্তর্দ্বন্দ্বের রেশ অব্যাহত মালদহের হরিশ্চন্দ্রপুরে। দুর্নীতিগ্রস্থ নেতাকে পদ দেওয়ার অভিযোগে একদিন আগেই সরব হয়েছিলেন গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যরা। ওই নেতাকে না সরানো হলে গোটা পঞ্চায়েত নির্দল ঘোষনা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে। তার রেশ কাটতে না কাটতেই দলের পুরনো নেতাকর্মীদের বিক্ষোভ। এই ঘটনা ঘিরে জেলা নেতৃত্বে ধিক্কার জানিয়ে বৃহস্পতিবার সকালে মালদহের হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর ব্রিজে টায়ার পুড়িয়ে জাতীয় সড়ক ও দুটি রাজ্য সড়ক অবরোধ করে শাসকদলের নেতা-কর্মীরা। হরিশ্চন্দ্রপুরের ১ নং ব্লক তৃণমূল সভাপতিকে অপসারণ করে পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি তৈরি করতে হবে বলেও দাবি করেন তাঁরা। দলের পুরনো কর্মীরাই সেখানে বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, পুরনো কর্মীদের দলে গুরুত্ব দেওয়া হচ্ছে না, সন্মান দেওয়া হচ্ছে না। তাঁরাই দলকে একসময় হরিশ্চন্দ্রপুরে প্রতিষ্ঠিত করেছিলেন, অথচ সম্প্রতি যারা বিভিন্ন দল ছেড়ে শাসকদলে যোগ দিয়েছেন তাদেরকেই গুরুত্বপূর্ণ পদ দেওয়া হচ্ছে। এই ঘটনার বিরুদ্ধেই বিক্ষোভ দেখান তাঁরা।