কখন ও বর্ষায় মুকুটমনিপুরের সৌন্দর্য উপভোগ করেছেন, দেখুন বর্ষায় কেমন থাকে মুকুটমণিপুর

বাঁকুড়া জেলার পর্যটন কেন্দ্রের মধ্যে মুকুটমনিপুর অন্যতম, সাধারণত শীতের সময় এই মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায় , চলুন দেখি বর্ষায় কেমন থাকে মুকুটমণিপুর

/ Updated: Aug 25 2022, 06:30 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পর্যটন কেন্দ্র হিসাবে মুকুটমনিপুরের নাম সারা ভারতবর্ষে জুড়ে | শীতের সময় এই মুকুটমণিপুর পর্যটন কেন্দ্রে মানুষের উপচে পড়া ভিড় দেখা যায় | কিন্তু বর্ষায় মুকুটমনিপুরের সৌন্দর্য অনেক গুন বেড়ে যায়  | এই বর্ষার সময় মুকুটমনিপুরের যে জলাধার রয়েছে তাতে জল থৈথৈ করে  | সেই জল ছাড়া দৃশ্য যদি চোখে দেখতে পাওয়া যায় মনে হবে পাহাড় থেকে ঝরনা ঝরে পড়ছে | বর্ষাকালে যদি আসা যায় তাহলেই এই  সৌন্দর্য উপভোগ করা যাবে | পর্যটকরা খুশি এই সৌন্দর্য উপভোগ করতে পেরে |