স্মার্টফোন না থাকায় অনলাইন ক্লাস করতে সমস্যা, টিভিতে ক্লাস নেওয়ার দাবি প্রধান শিক্ষকের
- করোনা কালে স্কুল বন্ধ তাই ঘরে বসেই হচ্ছে অনলাইন ক্লাস
- বাড়িতে স্মার্ট ফোন না থাকায় অনেককেই পড়তে হচ্ছে সমস্যায়
- যার জেরে পড়াশোনাও ছাড়তে হচ্ছে অনেককেই
- সেই কারণেই এবার টিভিতে ক্লাসের দাবি
করোনা কালে স্কুল বন্ধ তাই ঘরে বসেই হচ্ছে অনলাইন ক্লাস। বাড়িতে স্মার্ট ফোন না থাকায় অনেককেই পড়তে হচ্ছে সমস্যায়। যার জেরে পড়াশোনাও ছাড়তে হচ্ছে অনেককেই। বহু বাচ্চাদের পড়াশোনা এখন অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে রয়েছে। সেই কারণেই এবার টিভিতে ক্লাসের দাবি। এমনই দাবি জানাচ্ছেন পড়ুয়া থেকে শিক্ষকরা। তবে স্কুল খোলার জন্য অপেক্ষা করছেন ছাত্র-ছাত্রী থেকে স্কুল শিক্ষক সকলেই।