সবুজ সাথী সাইকেল বিক্রির অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষিকা সহ ২

প্রধান শিক্ষিকার বিরুদ্ধে সবুজ সাথী সাইকেল বিক্রির অভিযোগ। বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার চারঘাট এলাকার ঘটনা। স্থানীয়রাই প্রথম ভ্যানটিকে দেখতে পেয়ে ধাওয়া করে। ভ্যান চালককে জিজ্ঞাসাবাদ করলেই সত্যি সামনে আসে। স্থানীয়রাই থানায় অভিযোগ দায়ের করেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
 

/ Updated: Feb 09 2022, 03:49 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

 বসিরহাট মহকুমা স্বরূপনগর থানার চারঘাট এলাকার ঘটনা।মঙ্গলবার দুপুরের পরে ৮,টা সবুজ সাথী সাইকেল একজন ভ্যানে করে নিয়ে যাচ্ছিল। সেই সময় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় ভ‍্যানকে তাড়া করে আটক করে। এবং তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করলে, সে জানায় সে সাইকেল গুলো কিনে নিয়ে যাচ্ছে। তারপর চারঘাট পুলিশের হাতে তুলে দেয়া হয় আটক ব্যক্তিকে। তার কাছ থেকে উদ্ধার হওয়া আটটি সবুজ সাথী সাইকেল সেগুলো থানায় জমা রাখা হয়েছে। চারঘাট গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা রিঙ্কু দাস সহ ভ্যানচালক গ্রেফতার সরুপনগর থানা অনিল শাউ এই ঘটনার তদন্তে নামে। কেনই বা সাইকেল গুলো ভ্যানে করে নিয়ে যাচ্ছিল, এ নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।  ভ্যান চালক  নুর ইসলাম মন্ডল জিজ্ঞাসাবাদ করে জানতে করায় স্কুলের প্রধান শিক্ষিকা রিঙ্কু দাস এই সাইকেল গুলো কে বিক্রি করে দিয়েছে তার কাছে থেকে মোটা টাকায় গিয়েছে হাতেনাতে পাকড়াও করা স্থানীয় বাসিন্দারা প্রধান পিকআপ ভ্যান চালকের বিরুদ্ধে স্বরূপনগর থানায় সাইকেল চুরি করে বিক্রি করার অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে প্রধান শিক্ষিকা ও ভ্যানচালককে গ্রেপ্তার করেছে  পুলিশ চারঘাট ।এর কিছু নেই কোনো রাজনৈতিক চক্রান্ত কিংবা অন্য কোন বিষয় আছে সেটা খতিয়ে দেখছে পুলিশ এখন প্রশ্ন হচ্ছে কি করে ছাত্র-ছাত্রীদের পাওনা সরকারি সাইকেল স্কুলের বাইরে আসলো একাধিক প্রশ্ন উঠে গেল। এর পিছনে অন্য কোন পূর্বপরিকল্পিত চক্রান্ত আছে কিনা সেটাও খতিয়ে দেখছে প্রশাসন গ্রেপ্তার হওয়ার ঘটনায় চারঘাট স্কুল চত্বরে চাঞ্চল্য ছড়িয়েছে প্রধান শিক্ষিকা ও ভ্যানচালককে  আজ বুধবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে।