Asianet News BanglaAsianet News Bangla

প্রবল বর্ষণে উত্তরবঙ্গের একাধিক জায়গায় ধস

Jul 30, 2021, 2:54 PM IST

প্রবল বর্ষণে উত্তরবঙ্গের একাধিক জায়গায় ধস। ধসের কবলে নামখোলা। সেই সময় সেখানে ৪ জন শ্রমিক কাজ করছিলেন। ধসের ঘটনায় নিখোঁজ দুই শ্রমিক এবং মৃত ১। অন্যদিকে ধস নামে ১০ নম্বর জাতীয় সড়কেও। রাস্তায় ধস নামায় সেখানে বিপর্যস্ত যান চলাচল। তিস্তা বাজারের কাছে মল্লিতেও ভয়াবহ ধস। ধসের ঘটনায় সেখানে মৃত্যু হয়েছে মৃত ১ জনের। ঘটনাস্থন পরিদর্শনে যান বিমল গুরুং। সেখানে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথাও বলেন তিনি।
 

Video Top Stories