তুষারপাতের জেরে বরফে ঢাকল সিকিম, উত্তরে জমিয়ে ঠান্ডা, দেখুন ভিডিও
- উত্তর সিকিমে প্রবল তুষারপাত
- তুষারপাত দেখে খুশি পর্যটকরা
- বরফে ঢাকল রাস্তা, বন্ধ যান চলাচল
- উত্তরবঙ্গেও নামল পারদ
শীতের শুরুতেই ফের একবার তুষারপাত উত্তর সিকিমে। এবারে তুষারপাত হল উত্তর সিকিমের লাচেনে। তুষারপাত দেখতে পেয়ে দারুন খুশি পর্যটকরা। অন্যদিকে, বরফের পুরু আস্তরণ জমে বন্ধ হয়ে যায় একাধিক রাস্তা। যার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে পর্যটকরাও যাতায়াত করতে গিয়ে সমস্যায় পড়েন।
এই মরশুমে লাচেনেই দ্বিতীয় বার তুষারপাত হল। সিকিমে তুষারপাতের জেরে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা অনেকটা কমে এসেছে। জাঁকিয়ে বসতে শুরু করেছে শীত। অন্যদিকে, তুষারপাতের জেরে উত্তর সিকিমের লাচেন থেকে গুরুডুংমার পর্যন্ত রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে বহু পর্যটককে সেখানে আটকে পড়েন।