চাষিদের আন্দোলনের জয়, গজলডোবায় হেলিপ্যাড গড়ছে না রাজ্য

  • গজলডোবায় হেলিপ্যাড তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্য
  • চিহ্নিত হয় ৩.৪৬ একর জমি
  • প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনে নামে কৃষকরা
  • চাপে পড়ে পিছিয়ে এল রাজ্য সরকার
/ Updated: Jun 09 2019, 12:56 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

এক সময়ে নন্দীগ্রাম, সিঙ্গুরে জমি আন্দোলন করেই ক্ষমতায় এসেছিল তৃণমূল সরকার। এবার কৃষকদের চাপেই সরকারি প্রকল্প বাতিল করতে হল রাজ্য সরকারকে। গজলডোবায় ৩.৪৬ একর জমির উপরে হেলিপ্যাড তৈরির উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। তার বিরুদ্ধে আন্দোলনে নামেন চাষিরা। গত শুক্রবার ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন পর্যটন মন্ত্রী গৌতম দেব। ওই কৃষকদের দাবি, তাঁদের জমির পাট্টা নেওয়া রয়েছে। মন্ত্রীকে কালো পতাকাও দেখানো হয়। 

এর পরেই ওই জমিতে হেলিপ্যাড না করার কথা জানিয়ে দেন পর্যটন মন্ত্রী। শেষ পর্যন্ত শনিবার ওই জমির উপর থেকে হেলিপ্যাড তৈরির সাইনবোর্ড অন্যত্র সরিয়ে নেয় প্রশাসন। মন্ত্রী জানিয়েছিলেন, কৃষকদের জমির পাট্টা নেওয়া থাকলে সরকার কোনও এক ইঞ্চি জমিও অধিগ্রহণ করবে না।