মতুয়া বাড়িতে কলা পাতায় মধ্যাহ্ন ভোজন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ -র, দেখে নিন ভিডিও

  • বাংলা সফরে এসে বাঁকুড়ায় অমিত শাহ
  • সেখানে আদিবাসী বাড়িতে সারলেন মধ্যাহ্ন ভোজন
  • কলা পাতায় খেতে দেখা গেল তাঁকে
  • একেবারেই সাধারণ বাঙালি খাবার ছিল তাঁর মেনুতে
/ Updated: Nov 05 2020, 05:25 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

বাংলা সফরে এসেছেন অমিত শাহ। বাংলা সফরে এসে বাঁকুড়ায় গিয়েছেন তিনি। সেখানে গিয়ে বিরশা মুন্ডার মূর্তিতে প্রথমে মাল্যদান করেন তিনি। সেখানে গিয়ে আদিবাসী বাড়িতে মধ্যাহ্ন ভোজন করার কথা ছিল তাঁর। সেই মতই দেখা গেল তাঁদের মধ্যাহ্ন ভোজন করতে। একেবারেই সাধারণ বাঙালি খাবার ছিল তাঁর মেনুতে। তাঁর মেনুতে কি থাকবে তা আগেই জানা গিয়েছিল। কলা পাতার ওপর শাল পাতা পেতে খাবার পরিবেশন করা হয়েছিল তাঁকে। মেনুতে ছিল ভাত ডাল পোস্ত, পাচ মেশালি সব্জি, বিভিন্ন ভাজা, রুটি, চাটনি ছাড়াও আরও অনেক কিছুই।  দুপুর তিনটে নাগাদ চতুরাডিহি আদিবাসী গ্রামে বিভিষন হাসদার বাড়িতে দুপুরের খাবার খেলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। আদিবাসী পরম্পরা রীতি মেনেই নতুন অতিথি কে ধামসা মাদল ও আদিবাসী নৃত্যের মাধ্যমে স্বাগত জানান গ্রামের আদিবাসী মানুষ জন এর পরে স্বরাষ্ট্র মন্ত্রীর পা ধুয়িয়ে বাড়িতে নতুন অতিথিকে প্রবেশ করান বিভিষন হাসদার পরিবার। বিভিষন হাসদা কে পাশে বসিয়ে দুপুরের খাবার খেলেন দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। খাবার পরিবেশন করলেন পরিবারের সদস্যরা।  নিজের পাশে বসালেন বিভিষন হাসদা কে। এদিন অমিত শাহের সাথে দুপুরের খাবার খেলেন বিজেপি নেতা কৈলাশ বিজয় বর্গীয়, দিলীপ ঘোষ, সৌমিত্র খা সহ বিজেপি অনান্য নেতৃত্ব। প্রায় ১ ঘন্টা আদিবাসী বাড়িতে সময় কাটালেম অমিত শাহ।