Asianet News BanglaAsianet News Bangla

বিশ্বের দরবারে ভারতের সংস্কৃতি পৌঁছে দিয়েছিলেন স্বামীজি, সেই স্বামীজির ভিটেতেই স্বরাষ্ট্র মন্ত্রী

Dec 19, 2020, 12:33 PM IST

 বাংলা সফরে এসেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক গুচ্ছ কর্মসূচি নিয়ে আবারও এসেছেন তিনি। শুক্রবার রাতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছান অমিত শাহ। কলকাতা বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিজেপির নেতৃত্বরা। সেখানে উপস্থিত ছিলেন লকেট চট্টোপাধ্যায়, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, প্রমুখ। কিছু দিন আগেই জেপি নাড্ডা বাংলা সফর করে গিয়েছেন। এবার আবারও তিনি এলেন বাংলা সফরে। শনিবার পৌঁছিয়ে গিয়েছেন স্বামী বিবেকানন্দের বাড়িতে। সেখানে গিয়ে তিনি জানালেন স্বামীজি বিশ্বের দরবারে ভারতের সংস্কৃতি পৌঁছে দিয়েছিলেন, তাই তিনি স্বামীজির আশির্বাদ নিতেই সেখানে গিয়েছেন। এছড়াও সেখানে স্বামীজিকে নিয়ে আরও নানান কথা বলতে শোনা গেল তাঁকে।
 

Video Top Stories