Home Tutors Protest: স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে বারাসাতে বিক্ষোভ গৃহশিক্ষকদের

বহু স্কুল শিক্ষকই প্রাইভেট টিউশনও পড়ান। সেই সমস্ত শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধের দাবিতে বিক্ষোভ। শুক্রবার রাতে বারাসাতে চলে গৃহ শিক্ষকদের বিক্ষোভ। 'স্কুল শিক্ষকরা প্রাইভেট টিউশন দিতে পারবেন না'। 

/ Updated: Dec 11 2021, 04:39 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

সমস্ত স্কুল শিক্ষকদের অবিলম্বে প্রাইভেট টিউশনি বন্ধ করতে হবে। শুক্রবার রাতে এই দাবি জানিয়ে বারাসাত PTWA(private tutor welfare Associate) এর কিছু গৃহশিক্ষকরা বিক্ষোভ দেখান। তাদের দাবি, অবিলম্বে স্কুল শিক্ষকরা যেভাবে প্রাইভেট টিউশনি চালিয়ে যাচ্ছে তা এখনই বন্ধ করতে হবে। ২০১৮ সালে এই আইন পাশ হয়ে যায় যে স্কুল শিক্ষকরা কখনোই প্রাইভেট টিউশনি করতে পারবেন না, কিন্তু স্কুল শিক্ষকরা এখনো বেআইনিভাবে প্রাইভেট টিউশন করে যাচ্ছেন এমনটাই জানিয়েছে বারাসাত গৃহ শিক্ষক কল্যাণ সমিতি। বারাসাত গৃহ শিক্ষক কল্যাণ সমিতি র একটাই দাবি যে স্কুলশিক্ষকদের অবিলম্বে এই বেআইনী ভাবে প্রাইভেট টিউশন বন্ধ করা দরকার, এবং তারা আরও জানিয়েছেন যে ইতিমধ্যেই কোর্টে কেস করেছেন তারা। আগামী দিনে যদি এভাবেই চলতে থাকে তাহলে আরো বড় রকমের পদক্ষেপ নিতে বাধ্য হবে বারাসাত গৃহ শিক্ষক কল্যাণ সমিতি।