শীলাবতি নদীতে নৌকাডুবি -র ভয়াবহ ভিডিও ভাইরাল

পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ভয়াবহ নৌকাডুবি। কোনোক্রমে নৌকা থেকে ঝাঁপ দিয়ে রক্ষা পেলেন ৮ যাত্রী ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার সানাঘাট এলাকায় ৷ সূত্রের খবর, নৌকাটিতে করে মাটি বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল৷ শীলাবতি নদীর স্রোতে সেই নোকা সানাঘাট এলাকাতে নিয়ন্ত্রন হারায়৷ এরপরে নৌকাকে স্রোত টেনে নিয়ে একটি কাঠের সেতুতে ধাক্কা দেয়৷ সেখানেই নৌকাটি ডুবে যায়। গ্রামবাসীরাই সেখান থেকে নৌকার যাত্রীদের উদ্ধার করে। 

/ Updated: Jul 31 2021, 03:11 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ভয়াবহ নৌকাডুবি। কোনোক্রমে নৌকা থেকে ঝাঁপ দিয়ে রক্ষা পেলেন ৮ যাত্রী ৷ ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার সানাঘাট এলাকায় ৷ সূত্রের খবর, নৌকাটিতে করে মাটি বয়ে নিয়ে যাওয়া হচ্ছিল৷ শীলাবতি নদীর স্রোতে সেই নোকা সানাঘাট এলাকাতে নিয়ন্ত্রন হারায়৷ এরপরে নৌকাকে স্রোত টেনে নিয়ে একটি কাঠের সেতুতে ধাক্কা দেয়৷ সেখানেই নৌকাটি ডুবে যায়। গ্রামবাসীরাই সেখান থেকে নৌকার যাত্রীদের উদ্ধার করে।