কেতুগ্রামের বেতাজ বাদশা জামাল শেখ, তার ঘোড়া অ্যাম্বুল্যান্সেই ভরসা গ্রামবাসীদের

বর্ধমানের কেতুগ্রামের রাজখাঁড়ার ৭২ বছরের যুবক জামাল শেখ। এই বয়সেও টগবগ করে ঘোড়া ছুটিয়ে এলাকা দিয়ে  ঘুরে বেড়ান তিনি। জামালের প্রিয় সঙ্গী রাজা নামের এক ঘোড়া। ১২ বছর বয়স থেকেই ঘোড়ার প্রতি ভালবাসা। বয়সের সঙ্গে বেড়েছে সেই ভালবাসা।

/ Updated: Nov 01 2019, 02:58 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


বর্ধমানের কেতুগ্রামের রাজখাঁড়ার ৭২ বছরের যুবক জামাল শেখ। এই বয়সেও টগবগ করে ঘোড়া ছুটিয়ে এলাকা দিয়ে  ঘুরে বেড়ান তিনি। জামালের প্রিয় সঙ্গী রাজা নামের এক ঘোড়া। ১২ বছর বয়স থেকেই ঘোড়ার প্রতি ভালবাসা। বয়সের সঙ্গে বেড়েছে সেই ভালবাসা। অভাবের সংসারের মধ্যেই  নিজের ৫০ বছর বয়সে কিনে ফেলেন একটি আস্ত ঘোড়া। সেই ঘোড়ায় চেপেই সমস্ত দরকারি কাজ করেন তিনি। এমনকি রাতবিরেতে কেউ অসুস্থ হলে এই ঘোড়ায় করেই হাসপাতালে পৌঁছে দেন জামাল। এলাকায় তাঁর ঘোড়া অ্যাম্বুল্যান্সের জনপ্রিয়তা  তাই সুবিদিত।