ঝাড়গ্রামের লালগড়ে তাণ্ডব দলছুট দাঁতালদের, লালগড়ের রাস্তার উপর দাঁপিয়ে বেড়ালো দিনভর
ঝাড়গ্রামের লালগড়ে তাণ্ডব দলছুট দাঁতালদের, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। বিনপুরের লালগড়ের রাস্তার উপর দাঁপিয়ে বেড়ালো দলমা থেকে আগত দলছুট দাঁতাল। খাবারের সন্ধানে দলছুট দাঁতালটি জঙ্গল ছেড়ে লালগড় গ্ৰামের রাস্তার উপর তাণ্ডব চালায়। ফলে রাস্তায় তৈরি হয় যানজট। বেশ কয়েকটি বাড়িতে ঢুকে পড়ে দাঁতাল হাতিটি। একাধিক বাড়ি ভেঙে দেয় দাঁতালটি। প্রায়দিন যেভাবে খাবারের সন্ধানে দলমার দাঁতালের দল জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করছে তাতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। ফলে তারা ক্ষোভ প্রকাশ করেছে বনদপ্তরের বিরুদ্ধে। কবে হবে হাতির সমস্যার সমাধান তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষজন।
ঝাড়গ্রামের লালগড়ে তাণ্ডব দলছুট দাঁতালদের, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা। বিনপুরের লালগড়ের রাস্তার উপর দাঁপিয়ে বেড়ালো দলমা থেকে আগত দলছুট দাঁতাল। খাবারের সন্ধানে দলছুট দাঁতালটি জঙ্গল ছেড়ে লালগড় গ্ৰামের রাস্তার উপর তাণ্ডব চালায়। ফলে রাস্তায় তৈরি হয় যানজট। বেশ কয়েকটি বাড়িতে ঢুকে পড়ে দাঁতাল হাতিটি। একাধিক বাড়ি ভেঙে দেয় দাঁতালটি। প্রায়দিন যেভাবে খাবারের সন্ধানে দলমার দাঁতালের দল জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করছে তাতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। ফলে তারা ক্ষোভ প্রকাশ করেছে বনদপ্তরের বিরুদ্ধে। কবে হবে হাতির সমস্যার সমাধান তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মানুষজন।