Local train service- পুরনো ভাড়াই বহাল থাকছে লোকাল ট্রেনে

ট্রেনের (Train) ভাড়া বারিয়েও কমিয়ে দিল রেল। ভাড়া আপাতত অপরিবর্তিতই থাকছে রেলের। মঙ্গলবার থেকেই আগের ভাড়া (Rail fare) নেওয়া হয়েছে রেলে। সোমবার লোকাল ট্রেনে উঠতে বেশি ভাড়া দিতে হয়েছে। এই নিয়ে ক্ষোভ দেখা গিয়েছিল যাত্রীদের মধ্যে। মঙ্গলবার থেকে আবার সেই পুরনো ভাড়াই চালু হল। আপাতত ভাড়া বাড়ছে না কোনও ট্রেনেরই। প্রসঙ্গত, রবিবার দীর্ঘ প্রায় ছ'মাস পর কোভিড আবহের মধ্যেই রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। করোনা বিধি মেনেই ফের চালু হয়েছে লোকাল। অথচ সোমবার লোকাল ট্রেনে উঠতে গিয়েই মাথায় হাত পড়ে যাত্রীদের। সোমবার ট্রেনে উঠলেই  ভাড়া গুণতে হয়েছে তিনগুণ। যার জেরে সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা। হঠাৎ করে ভাড়া বাড়ায় চরম সমস্যায় পড়েন লোকাল ট্রেনের যাত্রীরা। এরপরেই নড়চড়ে বসে রেল কর্তৃপক্ষ। বুধবার রেলের তরফ থেকে জানানো হয় আপাতত ভাড়া বাড়ছে না কোনও ট্রেনেরই।
 

/ Updated: Nov 02 2021, 09:15 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

ট্রেনের ভাড়া বারিয়েও কমিয়ে দিল রেল। ভাড়া আপাতত অপরিবর্তিতই থাকছে রেলের। মঙ্গলবার থেকেই আগের ভাড়া নেওয়া হয়েছে রেলে। সোমবার লোকাল ট্রেনে উঠতে বেশি ভাড়া দিতে হয়েছে। এই নিয়ে ক্ষোভ দেখা গিয়েছিল যাত্রীদের মধ্যে। মঙ্গলবার থেকে আবার সেই পুরনো ভাড়াই চালু হল। আপাতত ভাড়া বাড়ছে না কোনও ট্রেনেরই। প্রসঙ্গত, রবিবার দীর্ঘ প্রায় ছ'মাস পর কোভিড আবহের মধ্যেই রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। করোনা বিধি মেনেই ফের চালু হয়েছে লোকাল। অথচ সোমবার লোকাল ট্রেনে উঠতে গিয়েই মাথায় হাত পড়ে যাত্রীদের। সোমবার ট্রেনে উঠলেই  ভাড়া গুণতে হয়েছে তিনগুণ। যার জেরে সমস্যায় পড়েন সাধারণ যাত্রীরা। হঠাৎ করে ভাড়া বাড়ায় চরম সমস্যায় পড়েন লোকাল ট্রেনের যাত্রীরা। এরপরেই নড়চড়ে বসে রেল কর্তৃপক্ষ। বুধবার রেলের তরফ থেকে জানানো হয় আপাতত ভাড়া বাড়ছে না কোনও ট্রেনেরই।