'ফনা তুলে দাঁড়িয়ে বিশাল এক সাপ', বর্ষায় জল থই থই মেদিনীপুরে বিষধর সাপের উপদ্রব
বর্ষায় জল থই থই মেদিনীপুরে বিষধর সাপের উপদ্রব। একের পর এক বিষধর সাপ ধরা পড়ছে প্লাবিত এলাকায়। সূত্রের খবর, সাপের কামড়ে সেখানে অনেকে হাসপাতালে ভর্তি। ১২ ঘন্টার মধ্যে মেদিনীপুরে মোট ৫ টি বিষধর সাপ উদ্ধার হয়েছে। 'বর্ষায় মানুষকে খুব সচেতন থাকতে হবে', বললেন, সাপ উদ্ধারকারী স্বেচ্ছাসেবী দেবরাজ চক্রবর্তী। পাশি তিনি মানুষকে মশারি টাঙিয়ে শোয়ার কথা বলেন এবং সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে হাসপাতালে যাওয়ার কথা বলেন তিনি।
বর্ষায় জল থই থই মেদিনীপুরে বিষধর সাপের উপদ্রব। একের পর এক বিষধর সাপ ধরা পড়ছে প্লাবিত এলাকায়। সূত্রের খবর, সাপের কামড়ে সেখানে অনেকে হাসপাতালে ভর্তি। ১২ ঘন্টার মধ্যে মেদিনীপুরে মোট ৫ টি বিষধর সাপ উদ্ধার হয়েছে। 'বর্ষায় মানুষকে খুব সচেতন থাকতে হবে', বললেন, সাপ উদ্ধারকারী স্বেচ্ছাসেবী দেবরাজ চক্রবর্তী। পাশি তিনি মানুষকে মশারি টাঙিয়ে শোয়ার কথা বলেন এবং সাপে কামড়ালে ওঝার কাছে না গিয়ে হাসপাতালে যাওয়ার কথা বলেন তিনি।