আরও শক্তিশালী নিম্নচাপের প্রভাব, শনিবার পর্যন্ত আবহাওয়া খারাপ থাকার পূর্বাভাস হাওয়া অফিসের

শুক্রবার দুপুরে অতি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। যার রেশ শনিবার বিকেল পর্যন্ত রাজ্যের ওপর থাকবে বলে আশা প্রকাশ করেছে আলিপুর হাওয়া অফিস।  শক্তিশালী অতি গভীর নিম্নচাপ রূপেই সাগরদ্বীপ থেকে বালাসোরের মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করবে বলেও জনিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের উপমহা নির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্য়ায়। তারই  প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝোড়ো হাওয়া ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ওড়িশায় প্রবল বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর হাওয়া  অফিস।

/ Updated: Aug 19 2022, 07:49 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

আজ ভারি থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। অতি ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝারগ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায়। এই জেলাগুলিতে ৭০ থেকে ২০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ভারী বৃষ্টির সতর্কতা কলকাতা হাওড়া হুগলি এবং পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানে। এই জেলাগুলিতেও ৭০ থেকে ১০০ মিলিমিটার বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল পশ্চিমের জেলাগুলিতে মেঘলা আকাশ ও হালকা মাঝারি বৃষ্টি দু-এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কলকাতা সহ বাংলাদেশ লাগোয়া জেলাগুলির আবহাওয়ার উন্নতি হবে।