নিরাপদ নন মেয়েরা, সুরক্ষা দিতে আসছে জিপিএস ট্র্যাকার জুতো
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা 'জুতো আবিষ্কার' আমরা অনেকেই পড়েছি। কবিগুরু বুঝিয়েছেন, রাজার পা ধূলিমুক্ত রাখতেই জুতোর জন্ম। এবার মেয়েদের সামাজিক সুরক্ষার কথা চিন্তা করে এক অভিনব জুতো আবিষ্কার করলেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক অশিক্ষক কর্মী।
রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা 'জুতো আবিষ্কার' আমরা অনেকেই পড়েছি। কবিগুরু বুঝিয়েছেন, রাজার পা ধূলিমুক্ত রাখতেই জুতোর জন্ম। এবার মেয়েদের সামাজিক সুরক্ষার কথা চিন্তা করে এক অভিনব জুতো আবিষ্কার করলেই রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এক অশিক্ষক কর্মী।
অভিনব এই জুতোর মধ্যে রয়েছে জিপিএস সিস্টেম। যার সাহায্যে সহজেই ট্র্যাকিং করার পাসাপাশি থাকবে ছয়শো ভোল্টের এ সি কারেন্ট, যার এক গুঁতোতে কুপোকাৎ হবে দুষ্কৃতীরা।
মেয়েদের আত্মরক্ষার জন্য এমনি এক সেফটি শু আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের পদার্থিবদ্যা বিভাগের অশীক্ষক কর্মী বাপ্পা রায়। এই সেফটি শু-এর দামও থাকছে সাধ্যের মধ্যেই। মাত্র সাড়ে তিনশো থেকে চারশো টাকা খরচা করলেই পাওয়া যাবে এই জুতো। তাই পথেঘাটে বিপদে পড়লে এবার মেয়েরা অনায়াসেই এই সেফটি জুতো দিয়ে আত্মরক্ষা করতে পারবে। শুধু তাই নয় এি জুতোর সাহায্যে সহজেই লোকেশন ট্র্যাক করতে পারবে পুলিশও।