অমিত শাহের কাছে নালিশ তৃণমূলের, নিজের অবস্থানেই অনড় ধনখড়, দেখুন ভিডিও

  • রাজ্যপালের বিরুদ্ধে দিল্লিতে নালিশ তৃণমূলের
  • তৃণমূলের নালিশেও অনড় রাজ্যপাল
  • রাজনীতি করতে চান না, দাবি ধনখড়ের

/ Updated: Nov 17 2019, 08:54 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email


রাজ্যপাল জগদীপ ধনখড় সমান্তরাল সরকার চালাচ্ছেন বলে শনিবারই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সর্বদলীয় বৈঠকে সরব হয়েছে তৃণমূল। রবিবারও সর্বদলীয় বৈঠকে রাজ্যপালকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে অভিযোগ জানান তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালকে দিল্লিতে ডেকে কথা বলার জন্যও অনুরোধ করেন সুদীপবাবু। তৃণমূল দিল্লিতে তাঁর বিরুদ্ধে নালিশ করলেও নিজের অবস্থানেই অনড় থাকছেন ধনখড়। এ দিন কলকাতায় তিনি বলেন, 'এটা আমার কাছে একটা খবর। এ বিষয়ে আমার সঙ্গে কেউ কোনও যোগাযোগ করেনি। আর আমি যদি সমান্তরাল সরকার চালাতাম, তাহলে গাড়িতে নয়, হেলিকপ্টারে করে ফরাক্কা যেতাম। আপনারাই বলুন, আমি কোন দফতর চালাচ্ছি? দায়িত্ব নেওয়ার পর পঞ্চাশ দিন কেটে গেলেও আমার সঙ্গে রাজ্যের মুখ্যসচিব দেখা করেননি।'

রাজ্যপাল এ দিন আরও দাবি করেন, তিনি রাজনীতি করতে চান না। তবে তাঁর বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুললেও যে তিনি তাঁর অবস্থান বদল করবেন না,  সেটা স্পষ্ট করে দিয়েছেন ধনখড়। তিনি বলেন, 'রাজনীতি করা আমার কাজ নয়। সাংবিধানিক ভাবে আমার যা দায়িত্ব, তার মধ্যে একটি নৈতিক মূল্যবোধ রয়েছে। রাজ্যের প্রতিটি কোণায় কোণায় আমি যেতে চাই। এটাই প্রথম দিন থেকে বলে আসছি। কারণ, রাজ্যপাল হিসেবে সেই কাজটা করার জন্যই আমি শপথ নিয়েছি।'