জগদ্ধাত্রী পুজোয় আলোর সাজ কৃষ্ণনগরে, মণ্ডপে দর্শনার্থীদের ঢল

চন্দননগরের মত কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোও বিখ্যাত। এখানেও দুর্গাপুজোর মত ৪দিন ধরে হয় মা জগদ্ধাত্রীর আরাধনা। পুজোকে ঘিরে উন্মাদনায় মেতে থাকে গোটা শহর।  আলোর মালায় সেজেছ গোটা শহর, মণ্ডপে মণ্ডপে নেমেছে দর্শনার্থীদের ঢল। এখানকার সবচেয়ে বিখ্যাত পুজো মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজ পরিবারের পুজো। এছাড়াও রয়েছে  বহু বাড়ির ঠাকুর ও বারোয়ারি পুজো। 

/ Updated: Nov 08 2019, 02:24 PM IST

Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

চন্দননগরের মত কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোও বিখ্যাত। এখানেও দুর্গাপুজোর মত ৪দিন ধরে হয় মা জগদ্ধাত্রীর আরাধনা। পুজোকে ঘিরে উন্মাদনায় মেতে থাকে গোটা শহর।  আলোর মালায় সেজেছ গোটা শহর, মণ্ডপে মণ্ডপে নেমেছে দর্শনার্থীদের ঢল। এখানকার সবচেয়ে বিখ্যাত পুজো মহারাজা কৃষ্ণচন্দ্র রায়ের রাজ পরিবারের পুজো। এছাড়াও রয়েছে  বহু বাড়ির ঠাকুর ও বারোয়ারি পুজো।