মনোনয়ন পেশে বাধা পুলিশের, আটক প্রাক্তন তৃণমূল নেতা

মনোনয়ন পেশ করতে গিয়ে আটক প্রাক্তন তৃণমূল নেতা। পুলিশ আটক করে প্রাক্তন তৃণমূল নেতা মলয় বন্দ্যোপাধ্যায়কে। এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে জলপাইগুড়ি মহকুমা শাসক দফতর। মঙ্গলবারও তাঁকে মনোনয়ন পেশ করতে দেওয়া হয়নি। কোভিড বিধি ভঙ্গের অভিযোগে মনোনয়ন পেশ করতে দেওয়া হয়নি।
 

/ Updated: Feb 09 2022, 01:50 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

নির্দল পদে মনোনয়ন জমা দিতে গিয়ে পুলিশের হাতে আটক প্রাক্তন তৃণমূল নেতা মলয় বন্দ্যোুপাধ্যায়। এই ঘটনা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে জলপাইগুড়ি মবকুমা শাসক দফতর চত্বর। উল্লেখ্য, মঙ্গলবার মলয় বন্দ্যোপাধ্যায় নির্দল পদে মনোনয়ন জমা দিতে গেলে তাঁকে আটকে দেয় পুলিশ। মঙ্গলবার পুলিশ জানিয়েছিল কোভিড স্বাস্থ্যবিধি ভঙ্গ এবং পুলিশের ওপর হামলা করা হয়। আর সেই কারণেই তাঁদের আটকে দেওয়া হয়। এরপর সেখানে থেকে মনোনয়ন না দিয়ে ফিরে চলে যান মলয় বন্দ্যোপাধ্যায়। এদিন বেলা এগরোটা নাগাদ প্রথম মলয় বাবুর আইনজীবী পার্থ চৌধুরী মহকুমা শাসকের দফতরে যান। পরে মলয় বাবু মনোনয়ন দাখিল করতে মহকুমা শাসকের দফতরে পৌঁছালে পুলিশ তাঁকে আটক করে। অন্যদিকে মলয় বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ঘটনার পর পুলিশ জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করেছে। তারই পরিপ্রেক্ষিতে এদিন আটক করা হয় তাঁকে, এমনটাই জানা গিয়েছে।