জলপাইগুড়ির পাঁচশো বছরের পুরোনো বৃহন্নলাদের মনসা পুজো

  • মনসা পুজোয় মাতলেন বৃহন্নলারা 
  • ৫০০ বছরেরও বেশি পুরোনো পুজো
  • করোনাকে পাত্তা না দিয়েই চলছে পুজো
  • এরাই কিছুদিন আগে দাঁড়িয়েছিলেন গরিব মানুষের পাশে
/ Updated: Sep 01 2020, 03:48 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

করোনা তাতে কি? করোনাকে পাত্তা না দিয়েই জলপাইগুড়ির রাজবাড়ি এলাকায় চলছে মনসা পুজো। ৫১১ বছরের সমসাময়িক এই পুজো বৃহন্নলাদের পুজো হিসাবেই বিখ্যাত। কিছুদিন আগে এই বৃহন্নলারাই ৫০০ গরিব মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আজ তাদের পুজোতেই সহায্যের হাত বাড়িয়েছেন অনেকেই। পুজো হচ্ছে মহাসমারোহে তবে কারও মাস্কের বালায় নেই। বৃহন্নলাদের প্রধান পিপাসা হালদারের কথায় মাস্ক পরেও মারা যাচ্ছেন অনেকেই তাই তাঁরা মাস্ক পরেননি। যে পুজোকে ঘিরে এত ধুমধাম আগে সেই পুজো হত শিলিগুড়িতে, তবে বিগত সাত বছর ধরে এই পুজো জলপাইগুড়িতেই হচ্ছে।