তপন কান্দুর হত্যার প্রতিবাদে ঝালদার পথে শতাধিক মহিলার মিছিল
তপন কান্দুর হত্যা মেনে নিতে পারছেনা ঝালদা শহরবাসী। যতদিন যাচ্ছে ততই জোড়াল হচ্ছে প্রতিবাদ। সোমবার সিবিআই তদন্তের দাবিতে চলে প্রতিবাদ মিছিল। এই প্রতিবাদ মিছিলে পা মিলিয়েছিলেন শতাধিক মহিলা। তপন কান্দুর মৃত্যুর সুবিচার না পাওয়া পর্যন্ত চলবে আন্দোলন। তপন কান্দুর পরিবারের পাশে সবাই আছে বলেও জানান তাঁরা।
তপন কান্দুকে হত্যা করা কিছুতেই মেনে নিতে পারছেনা ঝালদা শহর বাসী। যতদিন যাচ্ছে ততোই জোরালো হচ্ছে আন্দোলন।আজ সি বি আই তদন্তের দাবি নিয়ে শহরে আয়োজিত হল মহিলাদের প্রতিবাদ মিছিল। মিছিল ঝালদা শহর পরিক্রমা করে। ঝালদায় কাউন্সিলার খুনে সিবিআই তদন্তের দাবি নিয়ে এবার ঝালদা শহরে আয়োজিত হল মহিলাদের প্রতিবাদ মিছিল। মিছিলে ঝালদা পৌরসভা এলাকার শতাধিক মহিলা পা মেলান। মিছিলে জাস্টিস ফর তপন কান্দুর ছবি হাতে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন মহিলারা। মিছিলে অংশগ্রহণকারি গায়ত্ৰী দাস,শ্যামলী চন্দ্ররা জানান ঝালদা পৌরিসভার ২ নং ওয়ার্ডের নবনির্বাচিত কংগ্রেস কাউন্সিলার খুন হন দুষ্কৃতীদের হাতে। গত ১৩ ই মার্চ খুন হওয়ার পর এখনো খুনের কিনারা করতে পারেনি পুলিশ।তাই আমরা সিবিআই তদন্ত চাই।আজ সেই দাবী নিয়ে প্রতিবাদ মিছিল। যতদিন না সিবিআই তদন্ত শুরু হচ্ছে ও তপন কান্দুর পরিবার সুবিচার পাচ্ছে ততদিন পর্যন্ত লাগাতার আন্দোলন চলবে বলে জানান মিছিলে অংশগ্রহণকারী মহিলারা। ঝালদা শহরের সমস্ত মহিলা এই পরিবারের পাশে আছি বলেও মিছিল থেকে উঠে আওয়াজ।