কাউন্সিলর খুনের প্রতিবাদে পুরুলিয়া বনধ, বন্ধ দোকান থেকে বাস চলাচল
কাউন্সিলর খুনের প্রতিবাদে ১২ ঘন্টার ঝালদা বনধ। বনধ-এর জেরে সকাল থেকেই বন্ধ দোকান-বাজার। বন্ধ রয়েছে বেসরকারি বাস চলাচলও। সরকারি বাস চলাচল অবশ্য স্বাভাবিকই রয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের অবশ্য ছাড় দেওয়া। পরীক্ষাদের যাতে কোনও অসুবিধা না হয় তার ব্যবস্থা রয়েছে।
কংগ্রেসের ডাকা ১২ ঘণ্টার পুরুলিয়া বনধে সর্বাত্মক বনধ ঝালদা শহরে। পুরুলিয়া শহরে সকাল থেকে সরকারি বাস চলাচল করলেও বেসরকারি বাস রাস্তায় নামেনি। এদিকে আজ মাধ্যমিক পরীক্ষার শেষ দিন।যদিও কংগ্রেস এই বনধ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীথের ছাড় দিয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের নিয়ে যে সকল গাড়ি যাতায়াত করবে সেই গাড়ি গুলিকেও আটকবেনা বনধ সমর্থকরা বলে ঘোষণা করেছে পুরুলিয়া কংগ্রেস।তবে মাধ্যমিক পরীক্ষায় যে সকল শিক্ষকের বিভিন্ন স্কুলে ডিউটি রয়েছে তাদের গন্তব্যস্থলে পৌঁছাতে সমস্যা হচ্ছে বলে জানালেন। ঝালদা পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলার খুনের প্রতিবাদে ১২ঘন্টা পুরুলিয়া বনধের ডাক দিয়েছে কংগ্রেস।এই বনধকে সমর্থন জানিয়েছে বামফ্রন্ট। এই বনধে ব্যাপক প্রভাব পড়েছে ঝালদা শহরে। সকাল থেকে শুনশান ঝালদা শহরের।রাস্তায় দূর-দূরান্তের ট্রাকের লম্বা লাইন। রাস্তায় কোন বাসের দেখা নেই। সব মিলিয়ে কংগ্রেসের ডাকা পুরুলিয়ার বনধে পুরুলিয়া শহর সহ অন্যান্য প্রান্তের পাশাপাশি সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ঝালদায়। বনধের সমর্থনে বামফ্রন্ট ও কংগ্রেসের যৌথ মিছিল বের হয় ঝালদা শহরে।