মায়াপুর ইসকনে পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা, ভক্ত সমাগম গোটা মায়াপুর জুড়ে

তীর্থনগরী মায়াপুরে পালিত হচ্ছে ঝুলন যাত্রা উৎস , জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়েছে মায়াপুর ইসকন | 

/ Updated: Aug 10 2022, 12:39 PM IST
Share this Video
  • FB
  • TW
  • Linkdin
  • Email

তীর্থ নগরী মায়াপুর ইসকনে শুরু হয়েছে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব | সমস্ত জাতি ধর্ম বর্ণের মানুষের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয়েছে মায়াপুর ইসকন | একই সাথে নদীয়ার নবদ্বীপেও পালিত হচ্ছে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব | ছোট ছোট ছেলেমেয়েরা বিভিন্ন সাজে সেজে ঝুলন যাত্রায় মেতে উঠেছে | প্রতিদিন বিকেল হলেই মায়াপুর ইসকনে উপচে পড়ছে মানুষের ভিড় | রাধা কৃষ্ণের ঝুলন মঞ্চের দোলনার রশি টানছেন অসংখ্য দেশীয় ও  বিদেশী ভক্ত |